আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:৪১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রাজনীতি সিরাজগঞ্জে উপ-নির্বাচনে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

সিরাজগঞ্জে উপ-নির্বাচনে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৫:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজনীতি


সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী তানভীর শাকিল জয়ের পক্ষে ভোট চাইলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়াস্থ স্বাধীনতা মুক্তমঞ্চে সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি নৌকা প্রতীকে ভোট চান।
তিনি আরো বলেন, জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর পুত্র ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের আসনে তাঁর ছেলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে আগামী ১২নভেম্বর উপ-নির্বাচনে নৌকা প্রতিকে ইভিএমএর মাধ্যমে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সেইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।
সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এস,এম বারীর সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের নেতা আবু ইউসুফ সুর্য, কেএম হোসেন আলী হাসান, বিমল কুমার দাশ, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। এ নির্বাচনী সভায় দলীয় নেতাকর্মীসহ জনসাধারণ স্বতঃস্ফর্তভাবে অংশ গ্রহণ করেন।

Comments

comments