জুয়েল হত্যা: চার আসামি ৩ দিনের রিমান্ডে
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার


লালমনিরহাটে বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব তুলে মারসিক ভারসাম্যহীন জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় আরো চার আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম জোবেদ আলী, মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউল, আনোয়ার হোসেন ও মেদেহী হাসান রাজুকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় বিচারক বেগম ফেরদৌসী বেগম শুনানি করে তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে প্রথম দফায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড চলছে।
এদিকে আজ বৃহস্পতিবার নতুন দুইজনসহ এ পর্যন্ত পাঁচ দফায় পুলিশ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের পাঁচজনকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।
পাটগ্রামে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকশ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়