আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:০২
সর্বশেষ সংবাদ
খেলাধূলা আইপিএলে আজ কোয়ালিফায়ার ওয়ানে খেলবে মুম্বাই-দিল্লি

আইপিএলে আজ কোয়ালিফায়ার ওয়ানে খেলবে মুম্বাই-দিল্লি


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/১১/২০২০ , ৫:১০ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


আইপিএলে একদিন বিরতির পর আজ কোয়ালিফায়ার ওয়ানে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুম্বাই আর দিল্লি। দুবাইয়ে ম্যাচ শুরু রাত ৮টায়। আজকের জয়ী দল উঠে যাবে ১০ নভেম্বরের ফাইনালে।

লিগ পর্বে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল মুম্বাই। ইনজুরি কাটিয়ে সেই ম্যাচে মাঠে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আজও খেলবেন তিনি। শেষ লিগ ম্যাচে বিশ্রাম নেওয়া যাশপ্রিত বুমরাহকেও দেখা যাবে মাঠে।

দিল্লি দলের দুই ওপেনার পৃথ্বিশ এবং ধাওয়ান প্রতিপক্ষের জন্য বড় হুমকি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে দিল্লি। বেঙ্গালুরু ও হায়দরাবাদ খেলবে এলিমিনেটরে। আজকের ম্যাচের পরাজিত দল দ্বিতীয় সুযোগ পাবে এলিমিনেটর জয়ীর সঙ্গে খেলার।

Comments

comments