‘লালপরী’ শিরোনামে আলোচনায় পরীমনি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/১১/২০১৯ , ৩:২৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

ঢাকাই ছবির লাস্যময়ী অভিনেত্রী পরীমনি রূপ, গুণ ও অভিনয়ের ক্যারিশমায় কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন। আর জনপ্রিয়তার সঙ্গে বহুবার খবরের শিরোনামও হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন পরীমনি। তার ছবি দেয়া মাত্রই লাখ লাখ ফ্যান ফলোয়ার তাতে হুমড়ি খেয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় নিজের ফেসবুকে পরীমনি শেয়ার দেন কয়েকটি ছবি। যার ক্যাপশনে লিখেন, ‘ইয়াহ্ রেড (লাল)’।
ছবিতে দেখা যাচ্ছে, একগুচ্ছ লাল গোলাপের ভিড়ে নিজেকে আবিষ্কার করেছেন তিনি। ছবি শেয়ারের মুহূর্তের মধ্যেই তাতে হুমড়ি খেয়ে পড়ে পরী ভক্তরা। ইতিবাচক সব মন্তব্যে ভরিয়ে দিচ্ছে কমেন্ট বক্স। ভক্তরা তাকে ‘লালপরী’ হিসেবে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নানা কথার ফুল ঝুরিতে।
উল্লেখ্য, ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। গত বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় অভিনেতা সিয়াম।