আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৩৯
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, ময়মনসিংহ বিভাগ, শিক্ষাঙ্গন সাইবার সিকিউরিটি বিষয়ে নির্ভয়ের কর্মশালা অনুষ্ঠিত

সাইবার সিকিউরিটি বিষয়ে নির্ভয়ের কর্মশালা অনুষ্ঠিত


পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ০৩/১১/২০১৯ , ৩:০১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ময়মনসিংহ বিভাগ,শিক্ষাঙ্গন


অনলাইন ডেস্ক

স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভয়’ এর উদ্যোগে সাইবার সিকিউরিটি বা অনলাইন নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা নভেম্বর দুপুর ১২:৩০ মিনিটে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উচ্চ মাধ্যমিক এবং অনার্স লেভেলের শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতন করা হয়।

কলেজটির প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালায় সেশন পরিচালনা করেন আইটি বিশেষজ্ঞ এবং উপজেলা আইসিটি অফিসার শাহ প্রাণ তারেক, ইয়াং বাংলা এর ময়মনসিংহ জেলা সমন্বয়ক এবং জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৫ এর বিজয়ী ঝরামনি বিশ্বাস এবং নির্ভয়ের প্রতিষ্ঠাতা এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম। কর্মশালায় সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা, স্মার্টফোন এবং এপ্স ব্যবহারে সচেতনতা, অনলাইনে লেনদেনে সতর্কতা, সাইবার অপরাধের শাস্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য সাইবার সিকিউরিটি সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে নির্ভয় অক্টোবর মাসব্যাপী অনলাইন ক্যাম্পেইনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী পালন করেন।

Comments

comments