সাকিব গ্রেট লিডার, তার জন্য দুঃখ হচ্ছে: জামাল ভূঁইয়া
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩০/১০/২০১৯ , ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা

বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের শেষ দিকে উঠে এল সাকিব ইস্যু।
জামাল ভূঁইয়াকে প্রশ্ন করা হয়- আপনি ফুটবলের অধিনায়ক, ক্রিকেটের অধিনায়কের শাস্তি পাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন?
জবাবে জামাল ভূঁইয়া বলেন, ‘সাকিবের জন্য আমার দুঃখ হচ্ছে। সাকিব ক্রিকেটের গ্রেট লিডার। তাকে হারানোর কষ্ট অনেক। সবাই তাকে মিস করবে। যেহেতু তিনি নিয়ম ফলো করেননি, তাই তাকে শাস্তি পেতে হচ্ছে।’