এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩০/১০/২০১৯ , ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা

আইসিসির নেওয়া সিদ্ধান্তের পর দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। সিডনি এবং বেঙ্গালুরুতে হওয়া কমিটির সভায়ও উপস্থিত ছিলেন তিনি।
উল্লেখ্য, এই কমিটিতে মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়াররা থাকেন। বছরে দুইবার করে এই কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে ক্রিকেট-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।