আলুর ট্রাক থেকে ৯৩৪ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৯/১০/২০১৯ , ১১:০৫ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,রাজশাহী বিভাগ

শিবলী সরকার (নবু):
নাটোরে আলুর বোঝাই করা মিনি ট্রাক থেকে ৯৪৩ বোতল তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সিংড়া উপজেলার নিংগাইন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার জালশুকা গ্রামের আব্দুস সালামের ছেলে জাকির হোসেন (৪৮), অপর দুজন হলো টাকিয়া কদমা গ্রামের অবিরাম সরকারের ছেলে মানিক সরকার (৩৪) ও কলিমুদ্দিন এর ছেলে মুনজুর রহমান (৪৫)।
র্যাব-৫ এর থেকে প্রেরিত মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপিতে এতথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার নিংগইন গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৯৩৪ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল ফোন, ৯টি সীম কার্ড, মেমোরীকার্ড ১টি জাতীয় পরিচয়পত্র ১টি ড্রাইভিং লাইসেন্সসহ ১ টি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিংড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে।