মৌলভীবাজরে রেস্ট ইন হোটেলকে জরিমানা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/১০/২০১৯ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে অবস্থিত রেস্ট ইন হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন এ জরিমানা করেন।
সহকারী পরিচালক আল আমিন জানান মেয়াদোত্তীর্ণ মশলা দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, পঁচা সবজি ফ্রিজে সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।