খালেদার জামিনের চাবি শেখ হাসিনার হাতে: রিজভী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/১০/২০১৯ , ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ,রাজনীতি

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের চাবি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। শেখ হাসিনা যতক্ষণ না সেই তালা খুলবেন ততক্ষণ খালেদা জিয়া মুক্তি পাবেন না বলেও মনে করেন তিনি।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব মন্তব্য করেন রিজভী। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে তারা ভোটারবিহীনভাবে ক্ষমতায়। তাদেরকে কী সরকার বলব? আজকে এই দেশ চালাচ্ছে মাফিয়া সিন্ডিকেট। এই সরকার, সরকার নয়। এটি একটি মাফিয়া সিন্ডিকেট। তা না হলে বেগম খালেদা জিয়ার জামিন হবে না কেন? এ রকম মামলায় অসংখ্য জামিন হয়েছে।’
রিজভী বলেন, ‘তারা (সরকার) নিজ থেকেই বলেছে তারেক যদি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু তার মা মুক্ত হবেন না। কারণ, এই জামিনের চাবিটা শেখ হাসিনার হাতে আছে। শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত না তালা খুলবেন, ততক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত হবেন না।’
খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘মাঝে মাঝে তার আত্মীয়-স্বজনরা যাচ্ছেন, খবর নিয়ে আসছেন। তিনি (খালেদা জিয়া) হাত নাড়াতে পারছেন না। প্রতিদিন সেটা ফিক্সড হয়ে যাচ্ছে। কোটি কোটি মানুষের সমর্থন যার প্রতি, তিনি আজ হুইল চেয়ারবাইন্ড হয়ে গেছেন। তাকে দুইজনে ধরে তুলতে হয়।’
খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন অবস্থার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে রিজভী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) হেঁটে কারাগারে গেছেন। তার আজকের এই চরম, শোচনীয় শারীরিক অবনতির জন্য দায়ী স্বয়ং প্রধানমন্ত্রী। তার ক্ষোভ, তার হিংসা, তার জিঘাংসা এবং তার রাষ্ট্রক্ষমতা ভোগ দখলের জন্য খালেদা জিয়া ধুঁকে ধুঁকে কারাগারের মধ্যে জীবনযাপন করছেন।’
মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ক্রীড়া সম্পাদক নিলুফার ইয়াসমীনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।