শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/১০/২০১৯ , ১১:১৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : ফেমাস কেয়ার লিমিটেড এর উদ্যোগে ও নুরজাহান ডায়াগনস্টিক হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের আলাউদ্দিন মাষ্টারের বাড়িতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ ।প্রধান অতিথি বক্তব্য প্রদানকালে বলেন ডাক্তারদের পাশাপাশি সমাজের বিত্তবানেরাও যদি এ মহতি কাজে এগিয়ে আসে তাহলে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।
এছাড়া উপস্থিত ছিলেন ফেমাস কেয়ার লিমিটেডের জোনাল এজিএম আবু তাহের, নাহিদুর রহমান খান, সুজন আহম্মেদ শাকিল, শিরিন আক্তার, মানবাধিকার কর্মী শুভ্র চৌধুরী প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ নাহিদ রেজা রিপন, ডাঃ গোলাম নবী। ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। ফেমাস কেয়ার লিমিটেড বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। সমাজের ছিন্নমূল ও গরিব মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।