রামপালে সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় আহত ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/১০/২০১৯ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: খুলনা বিভাগ,জেলা সংবাদ

রামপালের খুলনা মংলা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় অলি নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে উপজেলার মিত্রাবাদ তালবুনিয়া এলাকার মোসলেম শেখ এর পুত্র।
পুলিশ এবং স্থানীয়রা জানায় গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় অলি ফয়লাহাট বাসস্ট্যান্ডের রাস্তা পার হচ্ছিল। এ সময় মংলা থেকে খুলনাগামী একটি ওরিয়ন গ্যাস সিলিন্ডার পরিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৪১৩) তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে এবং শরীরের নানা স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকটির ড্রাইভার এবং হেল্পার পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক ছিলো।