বাঘায় ৫০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিকসহ আটক ২
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/১০/২০১৯ , ৩:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

হাবিল উদ্দীন:
রাজশাহীর বাঘায় ৫শ’ পিস ইয়াবাসহ ভারতীয় নগরিক আরিফুল হক ও আকাইল্যা নামে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাইপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আকাইল্যা, পিতা মৃত লালচাঁন। তার বাড়ি পার্শ্ববর্তী চারঘাট উপজেলা বড়বড়িয়া এবং আরিফুল হক ওরফে নাজমুল পিতা মৃত নাজিদুল হক। তার বাড়ি ভারতের জলঙ্গি থানা এলাকায় বলে জানা গেছে।
বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ আলাইপুর সীমান্ত এলাকার হাজামপাড়া এলাকায় একটি মুরগির ফার্মে অভিযান চালান। এ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের মধ্য দিয়ে অভিযুক্ত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।