সুন্দরগঞ্জে বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৯/২০১৯ , ১০:২৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য (পুরুষ) নির্বাচন হয়।আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় ভোট গ্রহন শুরু হয় এবং বেলা ২ টা পর্যন্ত চলে।উক্ত নির্বাচনে মোট ৫ জন পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বী করে । এর মাঝে নলকূপ মার্কার প্রার্থী মো সাজু মিয়া ৩১২ ভোট পেয়ে প্রথম স্থান পায় ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কার প্রার্থী মো মহাসীন আলী ৩০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়।অপর দিকে আমিনুল ইসলাম ছাতা মার্কায় ২৭৭ ভোট,আ:জোব্বার আলী মাছ মার্কায় ১৪৯ ভোট,মো রুবেল মিয়া মই মার্কায় ১৬ ভোট পায়।উক্ত নির্বাচনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো শহিদুল্লাহ প্রিজাইডিং অফিসার দায়িত্বে স্বাক্ষরে ফলাফল ঘোষনা করেন।