শ্রীনগরে মীনা দিবস পালন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৯/২০১৯ , ১০:০৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

শ্রীনগর উপজেলা প্রতিনিধি: মীনা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ২৪ শে সেপ্টেম্বর মঙ্গলবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আব্দুল মান্নান, উপজেলা সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা বর্তিকা চাকমা, সাংবাদিক মোঃ জাকির লস্কর, সাংবাদিক মোফাজ্জলসহ প্রমুখ ।