নাগেশ্বরীতে রেললাইন সম্প্রসারণের দাবিতে মানববন্ধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৯/২০১৯ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনাহাট স্থলবন্দর থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার বেলা ১১টায় উপজেলার রায়গঞ্জ বাজারে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা। মামুনুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণকমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি প্রভাষক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আলিফ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ। মানববন্ধনে শতাধিক জনসাধারণ অংশ নেন।
এসময় বক্তারা বলেন ভূরুঙ্গামারী হয়েসোনাহাট পর্যন্ত রেললাইনটি নব্বই দশকে বিদেশিদের পরামর্শে তুলে ফেলা হয়। তারও আগে যাত্রাপুর থেকে সোনাহাট পর্যন্ত স্টিমার সহযোগেও রেলরাইন চালু ছিলো। কুড়িগ্রাম জেলাকে যদি উন্নত করতে হয়, তবে নাগেশ্বরী হয়ে সোনাহাট পর্যন্ত রেল যোগাযোগের আওতায় আনতেই হবে।