ঠাকুরগাঁওয়ে সাক্ষরতা দিবসের র্যালী ও আলোচনা সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৯/২০১৯ , ১০:০৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁওঃ
“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) এ গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, , ঠাকুরগাঁও সরকারী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন প্রমুখ।