চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৯/২০১৯ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক তিন রোহিঙ্গা হলো- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ প্রকাশ আইয়াজ (২১)।আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান দৈনিক মতপ্রকাশকে বলেন, ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তারা জানায়, তাদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তারা পাসপোর্ট নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাসে যাওয়ার চট্টগ্রামে এসেছে। দালালের মাধ্যমে নোয়াখালী থেকে তারা পাসপোর্টগুলো তৈরি করিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।