ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৮/২০১৯ , ৯:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ঠাকুরগাও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তার পাশে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ঠাকুরগাও জেলা শাখার সভাপতি শ্রী গোবিন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দিপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক সামছুজ্জামান দুলাল। এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি দ্রোপদি দেবী আগরওয়ালা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঠাকুরগাও জেলা শাখার সাঃ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার।