মাছ ব্যবসায়ীকে মারপিটের জেরে শাহজাদপুর থানার এএসআই ক্লোজড
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৮/২০১৯ , ১০:৪২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার এএসআই আশরাফুল (৩০) কে সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম,আব্দুর রাজ্জাক ও বাবু জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহজাদপুর থানার কনস্টেবল বাছেদ ও এএসআই আশরাফুল দ্বাবারিয়াপুর বাজারে মাছ কিনতে যায়। এ সময় মাছ ব্যবসায়ী রাজিবের (২৬) কাছ থেকে তারা এক কেজি ছোট মাছ কেনে। তাদের দু‘জনকে ভাগ করে দেয়ার সময় একজনকে ৬০ গ্রাম কম ও আরেক জনকে ৬০ গ্রাম বেশি দেয়ার অপরাধে এএসআই আশরাফুল মাছ ব্যবসায়ী রাজিবকে বুকে লাথি মারে ও মারপিট করে। এতে ক্ষুব্ধ হয়ে মাছ ব্যবসায়ীরা তাদের গণধোলাই দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মাছ ব্যবসায়ী রাজিব থানায় লিখিত অভিযোগ করে। দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী দোষী এএসআই আশরাফুলকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করেন।