থামছেই না সড়ক দূর্ঘটনা: ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৬/০৮/২০১৯ , ১১:১১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আকতারুল ইসলাম ওরফে দুন্দি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের দূর্গাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকতারুল ইসলাম ওরফে দুন্দি উপজেলার খামার নারায়নপুর গ্রামের মৃত ফজরি মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে রাণীশংকৈল যাওয়ার পথে দূর্গাপুর নামক স্থানে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় ঐ বাইসাইকেল চালককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাক্টর চালককে আটক করে মারধোর করে ।
পীরগঞ্জ থানার এসআই আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে আমাদের লোক পাঠানো হয়েছে।