ঠাকুরগাঁওয়ে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৫/০৮/২০১৯ , ১০:৩৭ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ,রংপুর বিভাগ

রুবেল রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ সেলিম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
৫ আগস্ট সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও–ফাড়াবাড়ি সড়কের বরুনাগাও নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের পুর্ব গোয়ালপাড়া মহল্লার কাশেম আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, ঠাকুরগাঁও সদর থানার এ ,এস আই ফজলে রাব্বির নেতৃত্বে কনস্টেবল লিয়াকত আলি ঐ এলাকায় মামলা তদন্তের কাজে যায়। আসার পথে ঐ এলাকার মুশারুলের ইট ভাটার সামনে পালসার মোটরসাইকেল সহ দাঁড়িয়ে থাকা সেলিমের গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তার শরীর তল্লাশি করে ম্যাগাজিন, গুলিসহ পিস্তল উদ্ধার করা হয় ।