যশোর জেলায় শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার হিসাবে ফের মনোনিত হলেন এস আই মুরাদ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৮/২০১৯ , ১১:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আরিফুজ্জামান আরিফ ।। আবারো যশোর জেলায় শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার হিসাবে মনোনিত হলেন যশোর জেলা ডিবির এস,আই মুরাদ হোসেন। জুলাই/২০১৯ মাসের যশোর জেলার গোয়েন্দা শাখা অফিসার ক্যাটাগরীতে তিনি এই গৌরব অর্জন করেন।
রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর মাসিক কল্যান সভা অনুষ্ঠানে পুলিশ সুপার মঈনুল হক বিপিএম (বার)পিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেস্টটি তুলে দেন।
এ সময় জেলার ৯ টি থানার ওসি সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগেও অসংখ্য বার তিনি জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হওয়ার গৌরব অর্জন করেন।
এস আই মুরাদ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোবিন্দ্রপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার এর ছেলে।