ঠাকুরগাঁওয়ে মাদক সেবনকালে হাতে-নাতে ছাত্রলীগ নেতা আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২১/০৭/২০১৯ , ৮:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফেনসিডিল সেবনের সময় ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুলাই) বিকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে মাদক কারবারি সুন্দরীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম- মো. রিগান আলী (২৫)। সে পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও পীরগঞ্জ উপজেলার জগধা এমপি পাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার সেনুয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে মাদক সেবনের সময় হাতে নাতে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।