নিহত রাকিবুলের স্মরণে তাঁতীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৯/০৭/২০১৯ , ১১:৪২ অপরাহ্ণ | বিভাগ: রাজধানী জুড়ে

সড়ক দুর্ঘটনায় নিহত মিরপুর থানা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম এর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে মিরপুর থানা তাঁতী লীগ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রীমতি সাধনা দাস গুপ্তা, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, মোঃ মিজানুর রহমান মিজু (শিক্ষা বিষয়ক সম্পাদক আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি), বশির আহমেদ (বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটি), আলহাজ্ব মোবাশ্বের হোসেন চৌধুরী কাউন্সিলর ৭নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর, আবু সুফিয়ান (সভাপতি তাঁতী লীগ ঢাকা মহানগর দক্ষিণ), এস এম মোশারেফ হোসেন (সাধারণ সম্পাদক তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর)। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও উত্তর এর আওতাধীন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ, তাঁতী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এ সময় ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মৃধা সকলকে নিহত রাকিবুল ইসলাম এর স্মরণে আগামী শুক্রবার ২৬/০৭/২০১৯ কাফরুল থানা তাঁতী লীগের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন আলহাজ্ব কামরুল ইসলাম আলমাস(সভাপতি তাঁতী লীগ মিরপুর থানা), মোহাম্মদ শাহিন মিয়া (সাধারণ সম্পাদক তাঁতী লীগ মিরপুর থানা) ও মিরপুর থানা তাঁতী লীগের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আরো বলেন নিহত রাকিবুল ইসলাম এর জন্য সবাই দোয়া করবেন এবং ওর পরিবারের জন্য সবাই দোয়া করবেন।