শ্রীপুরে বাবুল ডাকাতের শিষ্য লালু ডাকাত গ্রেপ্তার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৫/০৭/২০১৯ , ১০:০৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মহিউদ্দিন আহমেদ , শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরে গত কয়েকদিন আগে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত বাবুল ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী লালু ডাকা কে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
আটক হওয়া রুহুল আমীন ওরফে লালু ডাকাত উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের ফৈজদ্দিনের ছেলে।
আজ (৫ জুলাই )শুক্রবার ভোর রাতে গলদাপাড়া এলাকা হতে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লালু ডাকাতের অবস্থান জেনে অভিযান পরিচালনা করে । পুলিশ আসার কথা টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়।
রুহুল আমীন ওরফে লালুর নামে শ্রীপুর থানা সহ বিভিন্ন থানায় মাদক ছিনতাই ডাকাতির মামলা রয়েছে এবং সে পলাতক আসামী। তার ওস্তাদ বাবুল ডাকাত র্যাবের সাথে সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর অন্যান্যদের সাথে যোগাযোগ করে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল বলে জানায় লালু।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আটক হওয়া রুহুল আমীন লালুকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।