ভিবিডি ময়মনসিংহের ইফতার আয়োজন “রমজানের হাসি-৩”
পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ১৪/০৫/২০১৯ , ৯:২৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ময়মনসিংহ বিভাগ


অনলাইন ডেস্কঃ
ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) ময়মনসিংহ জেলা টানা তৃতীয়বারের মত সুবিধাবঞ্চিত এতিম শিশুদের নিয়ে আয়োজন করেছে ইফতার প্রোগ্রাম “রমজানের হাসি”। আত তাবীব মাদরাসা ও এতিমখানায় গতকাল ১৩ই মে সন্ধ্যায় এই ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এই বছরেও ছিল বাহারি ইফতার সামগ্রী এবং রাতের খাবার। শিশুদেরকে সাথে নিয়ে শরবত, খেজুর, আপেল, কলা, তরমুজ ইত্যাদি দিয়ে ইফতারের পাশাপাশি একত্রে বসে রাতের খাবার(বিরিয়ানী) গ্রহণ করেন ভলান্টিয়াররা। এর আগে তাদেরকে শিক্ষা সামগ্রী হিসেবে কায়দা, টুপি, খাতা ও কলম প্রদান করা হয়।
ইফতারে এতিমখানার প্রায় ৪০জন শিশুসহ মোট ৭৫ জন অংশ নেয়। এসময় এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান, ভিবিডি ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ শিহাবুল হাসিব অনিক, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার আকিব মোস্তফা হিমেল, প্রজেক্ট অফিসার আয়মা সরকার নাবিলা, সাবেক সভাপতি মোস্তফা জামান আশিক সহ অন্যান্য ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিবিডি ময়মনসিংহ জেলা ২০১৭ সাল থেকে প্রতি বছর রমজান মাসে “রমজানের হাসি” নামের এই ইফতার প্রোগ্রামটি আয়োজন করে আসছে।