শ্রীমঙ্গলে সিএনজি ও কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩ জন আহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৫/২০১৯ , ১২:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডে সওজ অফিসের সামনে দাঁড়ানো কাভার্ড ভ্যান এর পিছনে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিএনজির (মৌলভীবাজার ১২-৩৫৫৮) ধাক্কায় ছিটকে পড়ে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে এসময় গুরুতর আহত ১ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এর লোকজন নিয়ে গেছেন, ২ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের এ্যাম্বুল্যান্স যোগে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সোহেল রানা সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।