কঙ্গোয় নৌকাডুবিতে নিখোঁজ ১৫০
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৪/২০১৯ , ৩:০৭ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি হ্রদে একটি নৌকাডুবির পর প্রায় ১৫০ জন নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ফিলিক্স শিসেকেডি এ কথা জানান।
প্রেসিডেন্ট দফতরের টুইটার একাউন্টে শিসেকেডি বলেন, কিভু হ্রদে ১৫ এপ্রিল (সোমবার) একটি পিরোগউক (স্থানীয় নৌকা) ডুবে যাওয়ার ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫০ জন নিখোঁজ রয়েছেন।দক্ষিণ কিভু প্রদেশের স্থানীয় কর্মী ডেলফিন এমবিরিমবি রয়টার্সকে জানান, নৌকাটি উত্তর কিভু প্রদেশ থেকে রওনা হওয়ার পর কালেহে এলাকার কাছাকাছি এসে ডুবে যায়। তিনটি লাশ ও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও ১৫০ যাত্রী নিখোঁজ রয়েছেন।পরিস্থিতির ওপর কড়া নজর রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শিসেকেডি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
খবর রয়টার্স