সাদুল্যাপুরে আওয়ামীলীগ নেতার উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৪/২০১৯ , ১২:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা:
গত ১৮ মার্চ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সক্রিয় কর্মী জামালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সর্দ্দারের উপর প্রাণনাশের উদ্দেশ্যে দূর্বৃত্তের হামলার প্রতিবাদে জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর সরকারি প্রাথমিক মাঠে মানববন্ধন শেষে জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লবের ছোট ভাই ও সাদুল্যাপুর শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম খান, ডাঃ মোঃ আতাউর রহমান মন্ডল,মোসলেম উদ্দিন কারী,নুর আলম,হাফিজার রহমান সরকার,এমদাদুল হক প্রধান,রোস্তম আলী সরকার,ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুমন শেখ প্রমুখ।
বক্তারা ,দ্রুত মোস্তাফিজার রহমান সর্দ্দারের উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন।