বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনকে রাষ্টীয় মর্যাদায় দাফন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৩/২০১৯ , ১০:১৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

হাবিল উদ্দিন, বাঘা(রাজশাহী): রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি,ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য,বাঘা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মৃত মসলেম উদ্দিন শেখের ছেলে বীরমুক্তিযোদ্ধা আকবর হোসন( ৬৬) ২৩মার্চ শনিবার সকাল ১১টা ২০মিনিটে রাজশাহী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি……..রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়ে নাতী-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
২৩মার্চ শনিবার বিকেলে রাষ্টীয় মর্যাদায় মরহুম বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনের নামাজের জানাযা শেষে রাত ৯টায় তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাষ্টীয় মর্যাদায় দাফনের সময় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা, বাঘা অফিসার ইনচার্জ মহসীন আলী,মুক্তিযোদ্ধা কমান্ডার আঃখালেক,বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,মুক্তিযোদ্ধা বানাত আলী,নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশফুল ইসলাম বাবুল,চারঘাট-বাঘার সাবেক সংসদ সদস্য রায়হানুল ইসলাম রায়হান,নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস,বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী,বাঘা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং সর্বস্তরের জনগন।