মৌলভীবাজারের হাজীপুরে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০৩/২০১৯ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার মনুমোখ ইউনিয়নের আড়াইহাল গ্রামের হাজীপুরের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২২ মার্চ) সকালে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে নাইমা বেগম(১৯) নামে ঐ কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, নাইমা বেগম মৌলভীবাজার সদর উপজেলার মনুমোখ ইউনিয়নের আড়াইহাল গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে। নাইমা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অনার্সের ছাত্রী।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বলেন, আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে লাশ ময়নাতদন্তের আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।