গাইবান্ধার ৫ উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সামগ্রী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০১৯ , ৫:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা: ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ধারাবাহিকতায় গাইবান্ধার পাঁচ উপজেলা পরিষদে নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সামগ্রী।
রবিবার (১৭) মার্চ দুপুর ১২টা থেকে সদর, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।
ইতোমধ্যে নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে প্রিজাইডিং কর্মকর্তার বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে দেওয়া হচ্ছে।
প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিজ নিজ কেন্দ্রে যাচ্ছেন।
এদিকে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশ ও র্যাব সহ আইন-শৃঙ্খলা বাহনীর সদস্যরা।