আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেবা স্টল উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০৩/২০১৯ , ৭:৫২ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামস্থ পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেবা স্টল অদ্য ১৫-০৩-২০১৯ খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম। মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬টি সেবা হেল্প ডেস্ক রয়েছে।
১) জিডি, অভিযোগ ও সার্ভিস ডেলিভারি ডেস্ক, ২) পুলিশ ক্লিয়ারেন্স ও ইমিগ্রেশন হেল্প ডেস্ক, ৩) ৯৯৯ বিডি পুলিশ হেল্পলাইন ডেস্ক, ৪) কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ডেস্ক, ৫) নারী ও শিশু বান্ধব ডেস্ক, ৬) অনলাইন ও সাইবার ক্রাইম হেল্প ডেস্ক।
উক্ত ডেস্ক এর মাধ্যমে জনসাধারণ পুলিশি সেবা সম্পর্কে জানতে ও পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। বাণিজ্য মেলায় এই প্রথম পুলিশের সেবা স্টলের মাধ্যমে জনসাধারণকে পুলিশি সেবা প্রদান সহ যাতে সহজে উল্লেখিত বিষয়ে সেবা পেতে পারে সে বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, বিপিএম-সেবা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহবুব আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, বিভিন্ন স্তরের পুলিশ সদস্য, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।