তেঁতুলিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে হ্যাট্রিক করলেন সুলতানা রাজিয়া
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৩/২০১৯ , ৩:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোহাম্মদ রনি মিয়াজী,পঞ্চগড় সংবাদদাতাঃ পঞ্চম তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যানে পদে বিপুল ভোটে বিজয়ী হলেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুলতানা রাজিয়া শিল্পী। তেঁতুলিয়া উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রথম থেকে এই নারী প্রার্থী প্রচার প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন। কলস প্রতীক নিয়ে তৃতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারো নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া। জেলার বাকী ৪টি উপজেলার নতুন প্রার্থী বিজয়ী হলেও তেঁতুলিয়ায় তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সুলতানা। এদিকে তার বিশাল ভোটে জয়ের ফলাফল দেখে জনমতে কৌতহল জেগেছে এবং তার সাথে দেখা করার জন্য ছুটে গেছেন হাজার হাজার মানুষ। তার বাড়িতে গিয়ে ফুলের মালা পড়িয়ে বরণ করতে ভিড় করছেন তেঁতুলিয়ার বিভিন্ন এলাকার মানুষরা। গত ১০ মার্চ রোববার অনুষ্ঠিত হয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন । উক্ত নির্বাচনে তেঁতুলিয়া উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হ্যাট্রিক করা সুলতানা রাজিয়া কলস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৪২হাজার ৪শ ৭৮ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট রওশন আরা লাভলী হাঁস প্রতীকে পেয়েছে ৭হাজার ৫শ ৮৬ ভোট, অপর দুই প্রার্থী আওয়ামী সাংষ্কৃতিক ফোরামের সভাপতি ও ৭নং দেবনগড় মহিলা লীগের সভাপতি সোমা চৌধুরী ফুটবল প্রতীকে পেয়েছেন ১হাজার ৬শ ২৩ভোট ও মিনা আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২হাজার ২শ ১০ভোট। সুলতানা রাজিয়া ৩৪৮৯২ভোট বেশী পেয়ে বেসসরকারী ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে টানা তৃতীয় বারের মতো জয়ী হয়েছেন ।