সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করলেন এমপি রবি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০১৯ , ৬:০২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আল-অমিন সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে সিবি হসপিটাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে , বেলুন ও ফেস্টুন উড়িয়ে সিবি হসপিটাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।