যশোরের শার্শায় বাগআঁচড়া রেন্ট-এ কার শ্রমিক কল্যান সমিতির কার্যালয় উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৩/২০১৯ , ৪:১৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আরিফুজ্জামান আরিফ: যশোরের শার্শার বাগআঁচড়া রেন্ট-এ কার শ্রমিক কল্যান সমিতির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসাবে কার্যালয় উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
এ ছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) সুকদেব কুমার রায়, নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া, বাগআঁচড়া মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব খাইরুল আলম, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান কিনা,বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, বাগআঁচড়া রেন্ট-এ কার শ্রমিক কল্যান সমিতির উপদেষ্টা মহিদুল ইসলাম, সভাপতি ইউছুফ আলী, সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ও সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমমূখ সহ সংগঠনের সকল নেতাকর্মীরা।