উঃ দলগ্রাম বড়ন্তর মাদরাসায় সিভিল সার্জনের মতবিনিময় সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০১৯ , ৬:১০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আফতাবুজ্জামান দুলাল , কালীগঞ্জ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম বড়ন্তর আনছারিয়া আজিমিয়া দাখিল মাদ্রাসায় স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন জনাব ডা.কাশেম আলী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রাতকানা-হাম অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
উঃ দলগ্রাম মাদ্রাসার সহকারী শিক্ষিকা শামিমা আক্তার বানু ব্যতিক্রম ধর্মী একটির প্রশ্ন করে বলেন, ‘স্যার, আপনি ছুটির দিনও কাজ করেন কেন?’
তার প্রশ্নের জবাবে তিনি বলেন, ছুটির দিনও সরকার আমাকে বেতন ভাতা দিয়ে থাকেন।তিনি সভা শেষে উত্তর দলগ্রাম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।