চলছে আবাসিক এলাকায় পিচ গলানো, হচ্ছে পরিবেশ দূষণ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০১৯ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় মালিবাড়ী ইউনিয়নের ফকিরের বাজারে বহু দিন থেকে রাস্তা সংষ্কারের নামে চলছে নানা মুখি নাটক।অনিয়মিত ভাবে চলছে আবাসিক এলাকায় পিচ গলানোর কাজ।এতে করে মারাত্নক ভাবে পরিবেশ দূষন হচ্ছে, সেই সাথে আবাদী জমির ফসলও ক্ষতির মুখে।এমনকি পিচ গলানোর পাশে দুটি কিন্ডারগার্টেন স্কুল আছে। এতে করে প্রতিনিয়ত ছাত্র ছাত্রীদের নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে।এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করলে কাজ আবাসিক এলাকা থেকে সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল । কিন্তু ৯ ফেব্রুয়ারী শনিবার আবার কাজ শুরু হয় । এই কাজ বন্ধে প্রশাসনের কোন নজরদারী চোখে পড়েনি।বিশেষ করে পিচ গলাতে তারা ব্যবহার করছে কাঠ ,কয়লা ও প্লাস্টিক , যার ধোঁয়া মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এমনকি এই ধোঁয়ার ফলে ক্যান্সারও হতে পারে। এলাকাবাসীরর কাছে জানতে চাইলে তারা জানায় বেশ কিছু দিন থেকে তারা এই সমস্যায় রয়েছেন ।