গ্রামীণ ব্যাংক সাপাহার এরিয়ার বার্ষিক ক্রীড়া ও বনভোজন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০১৯ , ৮:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মিলটন হোসেন, পত্নীতলা (নওগাঁ): গ্রামীণ ব্যাংক সাপাহার এরিয়ার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
৮ই মার্চ শুক্রবার সকালে নওগাঁর পত্নীতলার ঐতিহাসিক দিবর দিঘীতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাপাহার এরিয়ার এরিয়া ম্যানেজার মো: সেলিম পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের জোনাল ম্যানেজার তরুণ কান্তি সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল অডিট অফিসার জিকরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার সাপাহার এরিয়ার আনোয়ার হোসেন, গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের কর্মচারী সমিতির জোন প্রতিনিধি রাসেল আহম্মেদ রনি, নওগাঁ জোনের কর্মচারী সমিতির জোন প্রতিনিধি মো: সেকেন্দার আলী সহ সাপাহার এরিয়ার সকল শাখার শাখা ব্যবস্থাপক , সকল সেকেন্ড অফিসার, সকল শাখা প্রতিনিধি সহ এরিয়ার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ তাদের পরিবারের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ, এরপর পবিত্র কোরান তেলাওয়াত, প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরনীর মাধ্যমে শেষ হয় গ্রামীণ পরিবারের মিলন মেলা।