সাদুল্লাপুরে নারী দিবস পালিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০১৯ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা : ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ ও ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
দিবসটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরকার তারা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠক মিনারা খাতুন।
এছাড়া পল্লী সমাজ সংগঠনের সদস্যা ও বিভিন্ন স্তরের নারীরা অংশগ্রহন করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে নারী উন্নয়ন মেলা’র উদ্বোধন করা হয়।