শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে দুজনকে বহিস্কার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৫/০৩/২০১৯ , ১০:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ১৮ মার্চ শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় এক নেতা ও এক নারী নেত্রীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।তারা শ্রীমঙ্গল উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করছেন। বিজ্ঞপ্তিতে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ- সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমেদ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) জানান, এক নেতা ও এক নেত্রীর বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত ছিল দল থেকে পদত্যাগ না করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তারা এই নির্দেশ অমান্য করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।