কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৫/০৩/২০১৯ , ৪:৪২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ

আফতাবুজ্জামান দুলাল , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, পুলিশিং কমিটির সভাপতি মিজানুর রহমান,তুষভাণ্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।