ডু প্লেসিসের সেঞ্চুরিতে দ. আফ্রিকার সহজ জয়
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ৮:৪৪ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিতভাবে টেস্ট সিরিজে হেরে গেলেও জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা।
জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে টসে জিতে শুরুতেই লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান ডু প্লেসিস। নতুন বল হাতে নিয়েই শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘোরাতে থাকেন দক্ষিণ আফ্রিকান পেসাররা। বিশেষ করে ইনজুরি কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার লুঙ্গি এনগিডি শুরুতেই চাপে ফেলে দেন সফরকারীদের। ২৩ রানের মধ্যেই দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকেলা (৮ রান) ও উপুল থারাঙ্গাকে (৯ রান) সাজঘরে ফেরত পাঠান তিনি।
অশাদা ফার্নান্দোকে নিয়ে কুশল পেরেরা ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দিলেও দৃশ্যপটে হাজির হয়েই লঙ্কান ব্যাটসম্যানদের কালঘাম ছুটিয়ে দেন ইমরান তাহির। ফার্নান্দো ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে কাটা পড়েন রানআউটের ফাঁদে পা দিয়ে। এর আগে ৩৩ রানে তাহিরের প্রথম শিকারে পরিণত হন পেরেরা। কুশল মেন্ডিস করেন দলীয় সর্বোচ্চ ৬০ রান। তাকেও ড্রেসিং রুমের পথ দেখান তাহির।
শেষতক ধনঞ্জয়া ডি সিলভার ৩৯ রানের সুবাদে দলীয় স্কোরবোর্ডে ২৩১ রানের পুঁজি পায় চন্ডিকা হাথুরুসিংহের ছাত্ররা। মাত্র ২৬ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তাহির।
এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার রেজা হেন্ড্রিকসের (১ রান) উইকেট হারালেও বাকিটা সময় লঙ্কান বোলারদের চোখের জল নাকের জল এক করে ছাড়েন ডু প্লেসিস ও ওপেনার কুইন্টন ডি কক। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৩৬ রান। মাত্র ৭২ বলে ৮১ রান করেন ডি কক। ধনঞ্জয়ের স্পিনে লেগ বিফোরের ফাঁদে পা না দিলে হয়তো ১৪তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়ে যেতেন তিনি।
কক না পারলেও প্রোটিয়া অধিনায়ক ঠিকই পেরেছেন। ১৫ চার আর ১ ছয়ের মারে ১১২ রানের ম্যাচ জয়ী অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। উইকেটের অপর প্রান্ত থেকে র্যাসি ভ্যান ডার ডুসেনও ভালো সহযোগিতা করে যান ডু প্লেসিসকে। তিনি অপরাজিত থাকেন ৩২ রান নিয়ে।