হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখে এলেন স্পিকার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ৭:১০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখে এসেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি সেখানে সেতুমন্ত্রীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, রবিবার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের।
এরপর সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।