উপজেলা পরিষদ নির্বাচনে মনোহরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোয়ান পত্র জমা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ৮:৫৫ অপরাহ্ণ | বিভাগ: কুমিল্লা বিভাগ,জেলা সংবাদ

আবদুর রহিম, মনোহরগঞ্জ:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ৩১ শে মার্চ ভোট গ্রহণ। উপজেলা নির্বাহী কার্যালয়ে রবিবার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন রিটার্ণিং অফিসার শামীম বানু শান্তির নিকট মনোনয়ন পত্র জমা দেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীগণও ।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন কুমিল্লা (দঃ) জেলার ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন মনোহরগঞ্জ উপজেলা মহিলা বিয়ষক সম্পাদক আফরোজা কুসুম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা সহ-সভাপতি মাষ্টার সোলায়মান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা কৃষক লীগের আব্দুল ওহাব, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহীন জিয়া, যুগ্ম আহবায়ক আমির হোসেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন। এ সময় আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।