গরিব অসহায়দের মাঝে বরুণা মাদরাসার ব্যবহারিক সামগ্রী প্রদান
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ৭:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: ঐতিহ্যবাহী জামেয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসা শ্রীমঙ্গলের উদ্যোগে অধ্যয়নরত গরিব অসহায় ছাত্রদের মাঝে ব্যবহারিক সামগ্রী প্রদান করা হয়।
রবিবার (৩ মার্চ) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে ও মাওলানা শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রহীম সিআইপি, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোসাহিদ আহমদ চুন্নু, হেফাজতে ইসলাম ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা কারি শফিক উদ্দিন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা রশিদ আহমদ হামিদী, সহকারী শিক্ষা সচিব মাওলানা সাইফুর রহমান, মাওলানা আব্দুল হাই উত্তরসূরী, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আবদুল গফুর কবীর, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, মাওলানা আবদুল বাছিত আরিফ প্রমূখ।
প্রসঙ্গগত অনুষ্ঠানে শতাধিক গরিব ছাত্রদের মাঝে ব্যবহারিক সামগ্রী প্রদান করা হয়।