গজারিয়ায় নিটল টাটার ২০টি মিনি বাস সার্ভিসের উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ৩:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গাজী মাহমুদ পারভেজ:- মুন্সীগঞ্জের গজারিয়ায় নিটল টাটা হাইওয়ে মিনি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে পাখির মোড়ে মেসার্স আর এম ট্রান্সপোটের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাধ্যমে নিটোল টাটা পরিবহনের যাত্রা শুরু হল । আর এম ট্রান্সপোটের সদস্য মহসীন মিয়া জানান এলাকার জনগনের মহাসড়কে চলাচলে দূর্ভোগ ও যাএী হয়রানি কারনে নিটল মটরস লিঃ এর হাইওয়ে মিনি সার্ভিস চালু করা হলো। শনিবার থেকে দাউদকান্দি টোল প্লাজা হতে নারায়নগঞ্জের সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ২০ টি নিটল মটরস লিঃ হাইওয়ে মিনি বাস চালু করা হলো। মিলাদ ও দোয়া শেষে নিটল মটরস লিঃ এর হাইওয়ে মিনি প্রডাক্ট প্রেসিডেন্ট জনাব মোঃ জাফর উল্লাহ গাড়ীর চাবি তুলে দেন দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র ও জাতীয় শ্রমিকলীগ কুমিল্ল উত্তর জেলার সভাপতি গাড়ীর মালিক মোঃ রকিব উদ্দিন রকিবের হাতে। এ সময় উপস্থিত ছিলেন একই কোম্পানীর এরিয়া ম্যানেজার সৈয়দ মোঃ তাহমিদ,আঞ্চলিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সহ অনেকে ।