ঠাকুরগাঁওয়ে অপরিণত শিশুর মরদেহ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ৫:১২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে একটি অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ঠুমনিয়া গ্রামের লোল পুকুর থেকে এ অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করা হয় বলে আমাদের প্রতিনিধিকে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক আমজাদ হোসেন জানান, ঠুমনিয়া গ্রামের মৃত ইজাব উদ্দীনের ছেলে মাইমুর হোসেন তার পুকুরে অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ দেখে সকালে মুঠোফোনে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে অপরিণত শিশুর (ফিটাস) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনা বালিয়াডাঙ্গী থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপরিণত শিশুর (ফিটাস) মরদেহটির ডিএনএ পরীক্ষা এবং ময়না তদন্তের জন্য বিকালে মর্গে পাঠানো হয় ।