ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর ধর্ষণের শিকার বৃদ্ধা !
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৩/২০১৯ , ১:০৩ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

ইলিয়াস আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পঞ্চাশ বছর বয়সের এক নারীকে স্কুল পড়ুয়া ছাত্র মো. তারেক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
ধর্ষিতা ওই নারীকে শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। ধর্ষক তারেক ধনির হাট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে।
শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের একটি আম বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে।
ওই নারীর ভাই রমজান আলী জানায়, তার বোন কানে কম শুনে । সে দুপুরে স্থানীয় আজিজুলের আম বাগানে যায় গাছের শুকনা ডাল (খড়ি) সংগ্রহ করতে। এ সময় ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে তারেক তার বোনকে জোর করে ধর্ষণ করে। ওই বৃদ্ধের ভাই বিকালে বাড়ি এসে ঘটনা জানতে পারে। এরপর সন্ধ্যায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা মিঠু বলেন, ধর্ষিত ওই বৃদ্ধার রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দেওয়া প্রয়োজন।
ধর্ষক তারেকের পিতা আব্দুল আলিম তার ছেলের অপকর্মে লজ্জিত জানিয়ে বলেন, তার ছেলে ওই ঘটনার পর পালিয়েছে। ধর্ষিতার সার্বিক চিকিৎসার ভার নেবেন বলে জানান তিনি।